আকাঙ্খা
ইচ্ছে করে তোমাকে গড়ে তুলি
রুপ-রস-গন্ধে নিজের মতো।
যেমন ভাস্কর্য গড়ি দিনরাত শ্রমে-প্রেমে
তেমনি সবটুকু অধিকারবোধ দিয়ে ভেঙেচুরে
মনের যত মাধুরী মিশিয়ে
সুখ-দুঃখ দিয়ে তৈরি করি জীবন্ত কোনো ভাস্কর্য।
আমি তা বারবার ছুঁয়ে দেখবো আলতো আঙুলে
প্রগাঢ় অভিমানে,কখনও প্রেমে,নিরলস শ্রমে
তুমি হয়ে উঠবে সুন্দরের প্রতিমা।
তাতে আমি সকাল -সন্ধ্যে
আরতি দেব ভালোবাসার নৈবেদ্যে,
সুন্দরের প্রার্থনায় ডুবে রব অনন্তকাল।
তুমি হবে একান্ত আমার সুন্দরের দেবতা
ফুল ও পুষ্পে,বর্ণে-গন্ধে-সৌন্দর্যে তুমি
হবে
সকলের উপাস্য,
কেবল আমিই হবো তোমার ভালোবাসার ,
একান্ত
আরাধ্য সেই দেবী ও প্রেমময়ী স্রষ্টা।
কবরী বিশ্বাস অপুভাস্কর ওইন্সট্রাক্টর (চারু ও কারুকলা)পিটিআই, খুলনা।