বানান-ঝটপট: ০৭
আর নয় বানান-বিভ্রাট,
শিখে নিন বানান-ঝটপট!
️
#আজকের_বানান: উল্লেখিত বনাম উল্লিখিত। 
প্রথমেই বলে রাখি ‘উল্লেখিত’ বলে কোনো শব্দ বাংলা অভিধানে নেই। 
কিন্তু ‘উল্লেখিত’ শব্দটি এত বেশি পরিমাণে ব্যবহৃত হয় যে, এখন আমি যদি বলি বানানটি ভুল তবে অনেকেই মানতে চাইবে না। আসলে আমরা সাধারণভাবে যে যুক্তি মনে মনে দাঁড় করাই সেটি হলো- ‘উল্লেখ’ শব্দ থেকেই ‘উল্লেখিত’ শব্দটি এসেছে। এ কারণেই আমরা ভুলটি করে থাকি। 
উল্লেখ শব্দশেষে –ইত প্রত্যয় যোগ হয়েছে, ব্যাপারটি এমন নয়। বরং উৎ+লিখিত=উল্লিখিত। অর্থাৎ ‘লিখিত’ শব্দের আগে ‘উৎ’ যোগ হয়ে ‘উল্লিখিত’ শব্দটি গঠিত হয়েছে। ‘উল্লিখিত’ শব্দের অর্থ হলো- উপরে লিখিত বা পূর্বে লিখিত। 
#কুইজ: ‘পূর্বে উল্লেখ করা হয়েছে’ এই অর্থ প্রকাশে কোন শব্দ ব্যবহৃত হবে? 
বিডি এডুকেশনের সাথেই থাকুন।
আব্দুল্লাহ আল নোমান
কর-পরিদর্শক
নাটোর
আব্দুল্লাহ আল নোমান
কর-পরিদর্শক
নাটোর
পূর্বোল্লিখিত
ReplyDelete