এগার না এগারো, বার নাকি বারো ?
বাংলা বানান নিয়ে আমরা প্রায় একটা ঝামেলার মধ্যে পড়ি। যেমন ধরুন এগারো বানান কি হবে ? ? "এগার" নাকি "এগারো"। আবার "বারো" বানানে দেখি অনেকে লিখে থাকেন বার / বারো।
এখানে আমরা চেষ্টা করবো এই সমস্যা সমাধানের।
- শিশু সাহিত্য সংসদ ও সাহিত্য সংসদ বাংলা বানানবিধি অনুসারেঃ
এখন থেকে আর এই বানান নিয়ে আর কোনো বিতর্ক নয়।
আবার 'শ-খানেক, শ-তিনেক, শতখানেক ' এই বানানের ক্ষেত্রে -ও কার হবে না।
কিন্তু একশো, দুশো, তিনশো ,চারশো, পাঁচশো বানানে -ও কার হবে।
এস এম শামশুল আলম
ইন্সট্রাক্টর সাধারণ,
পিটিআই মেহেরপুর
'চৌদ্দো' ভুল বানান।
ReplyDeleteলিখতে হবে— হয় 'চৌদ্দ', নয়তো 'চোদ্দো'।