নিরব চাহনি - জিতু রায়হান


wbie Pvnwb

জিতু রায়হান 


স্যাঁতস্যাঁতে ঘরে একা বসে আছি
নিরব চাহনি জানালা গলে বাহিরে
অঞ্জলি যদি মহুয়ার খোঁজে আসে
সেই একান্ত চাওয়াই, আজ বাহির হয়নি ।
মহুয়া নেই, আমি একা
একান্ত আপন সনে কইছি কথা
মানচিত্র খানা ভিজে একাকার
এখান থেকে সেখান থেকে
খাবলে খাবলে উঠে গেছে
ঠিক যেন অঞ্জলি ছাড়া, ছিটমহল মন ।
Post a Comment (0)
Previous Post Next Post

হেলথ টিপস