Homeছড়া ও কবিতা নিরব চাহনি - জিতু রায়হান byBD Education -May 13, 2020 0 wbie Pvnwb জিতু রায়হান স্যাঁতস্যাঁতে ঘরে একা বসে আছিনিরব চাহনি জানালা গলে বাহিরেঅঞ্জলি যদি মহুয়ার খোঁজে আসেসেই একান্ত চাওয়াই, আজ বাহির হয়নি ।মহুয়া নেই, আমি একাএকান্ত আপন সনে কইছি কথামানচিত্র খানা ভিজে একাকারএখান থেকে সেখান থেকেখাবলে খাবলে উঠে গেছেঠিক যেন অঞ্জলি ছাড়া, ছিটমহল মন । Tags: ছড়া ও কবিতা Facebook Twitter