মৌচাকেতে ঢিল
এ বি সিদ্দিক
বাড়ির পাশে গাছের ডালে
মৌচাকের এক বাসা
সেই বাসাতে শত শত
মৌমাছিতে ঠাসা ।
একটু দূরে সরষে ক্ষেতে
ফুলগুলো সব ফোটে
সকাল বিকেল সারি সারি
মৌমাছিরা ছোটে ।
ফুল থেকে সব মধু এনে
মধুর মিষ্টি বানায়
সেই মিষ্টিতে বাসা তাদের
পূর্ণ কানায় কানায় ।
কোথা থেকে খবর পেলো
দুষ্টু ছেলের দল
ভরদুপুরে পায়চারি আর
ঢিল মারার এক ছল ।
যেইনা কথা সেইনা কাজ
মারলো তারা ঢিল
মৌমাছিরা ধরলো তাদের
করে যে কিলবিল ।
একে একে চারিদিকে
করে ছুটাছুটি
কেউবা আবার ধুলোয় পড়ে
আঁকড়ে ধরে মাটি ।
মৌমাছির ওই কামড় খেয়ে
শরীর গেছে ফুলে
মৌচাকেতে ঢিল দিবেনা
আর কখনো ভুলে ।