নাকের খবর
মোঃ সুমন মিয়া
দাঁড়াও মানুষ ভাই
আমি এখন একটু শুধু
নাকের খবর জানতে চাই।
যদি বলি নাকটা কোথায়?
বলবে সবে, আছে মোর মাথায়।
ধাগে তেটে নাকে ধিনা
এ কেমন নাক?
নাক বেশি বোঝা যায়
যদি থাকে মাথায় টাক।
নাক কাটিলে একবার কারো,
থাকে দূরে সরে।
হাজার বার নাক কাটিলে
গায়ে ঢলে পড়ে।
উঁচু নাকে ছুঁচোর গন্ধ
বলে সবাই ভাই।
চাঁপা নাকে কিসের গন্ধ?
আমি জানতে চাই।
চলতে বলে নাক বরাবর,
এ কেমন নাক !
নাকফুল কেন পরে
সেটা জানা যাক।
ঘুষি মেরে নাক ফাটায়!
অনেক জায়গায় দেখি,
নাকে মারার ব্যাপারটা
আমি বুঝি নাকি!!