নিজেকে যাচাই করুন
১। টাকায় টাকা আনে। কোন কারকে কোন বিভক্তি?
- কর্তৃকারকে ৭ম / করণে ৭ম/ কর্মে ৭ম/ কর্মে ২য়া।
২। কোনটি কর্মধারায় সমাসের উদাহরণ?
- নীলকণ্ঠ / একাদশ/ দুর্ভিক্ষ/ হাট ও বাজার
৩। এখানে কী মন্দটা তুমি দেখলে? মন্দ শব্দটি কোন পদ?
- বিশেষ্য/ বিশেষণ/ অব্যয়/ ক্রিয়া।
৪। গঠনগত দিক থেকে শব্দ কত প্রকার?
- ২/ ৩ /৫ /৬
৫। কোন বানানটি শুদ্ধ?
- গৃহিণী / গৃহীণী/ গৃহিণি/ গৃহিনী
৬। বক্তৃতা দানে পটু' এক কথায় প্রকাশ করুন।
- বাগ্মী/ বাকপটু/ সুবক্তা/ অনলবর্ষী
৭। শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি ?
- সততা/ সদাচার/ নিষ্ঠা/ সংযম
৮। প্রাতরাশ শব্দের সন্ধিবিচ্ছেদ করুন।
- প্রাত+রাশ / প্রাতঃ+আস / প্রাতঃ+ আশ / প্রাতঃ+রাশ
৯। তেইশ নম্বর তৈলচিত্র ' কার লেখা?
- হুমায়ুন আহমেদ/ হুমায়ুন আজাদ / আলাউদ্দিন আল আজাদ/ শামসুর রাহমান
১০। রবীন্দ্রনাথের ছদ্মনাম কি ছিল ?
- ভানুসিংহ ঠাকুর / ভানু/ নীল লোহিত/ গাজী মিয়াঁ
আপনার উত্তর নিচের কমেন্টবক্সে লিখুন।