আজকের বানান: ভূত বনাম অদ্ভুত; ভূত বনাম ভুতুড়ে।

বানান-ঝটপট: ০৮

আর নয় বানান-বিভ্রাট,
শিখে নিন বানান-ঝটপট! 


#আজকের_বানান: ভূত বনাম অদ্ভুত; ভূত বনাম ভুতুড়ে। 


একটি মাত্র বাক্যে ভূত নিয়ে বানান-বিভ্রাটের ঝটপট সমাধান করে দিই; কেমন!

কেবল এবং কেবলমাত্র অদ্ভুত আর ভুতুড়ে বানান উ-কার দিয়ে লিখতে হবে; আর সকল ক্ষেত্রে 
ঊ-কার হবে। 

তাহলে আসুন ভূত নিয়ে কিছু শব্দ দেখা যাক। 

 ভূতি, ভূতার্থ, ভূতিয়া, ভূতকাল, ভূত-ভবিষ্যৎ, ভূতগত, ভূতগ্রস্ত, ভূতনাথ, ভূতবিদ্যা, ভূতময়, ভূতপূর্ব,
 অভূতপূর্ব, ভূতাবাস, ভূতাবিষ্ট, উদ্ভূত, সম্ভূত, বহির্ভূত, প্রভূত, আবির্ভূত, কিম্ভূত, কিম্ভূতকিমাকার। 👻

            বাহ! ভূত দিয়ে অনেকগুলো শব্দই জানা হয়ে গেল; তাই না! সবই কিন্তু ঊ-কার দিয়েই লিখতে
 হবে।
আবার মনে করিয়ে দিই- কেবল এবং কেবলমাত্র অদ্ভুত আর ভুতুড়ে বানান উ-কার দিয়ে লিখতে হবে! 

#কুইজ: ‘ভুতি’ বলে একটা শব্দ আছে। এই শব্দের বানান উ-কার দিয়ে। কারণটা কি কেউ বলতে পারবেন❓

#পুনশ্চ: ভূত দিয়ে অনেকগুলো শব্দই দিয়েছি। কোনোটির অর্থ জানা না থাকলে আগ্রহীরা জানতে চাইতে পারেন। আমি আনন্দের সাথে জানানোর চেষ্টা করব। 

আব্দুল্লাহ আল নোমানকর-পরিদর্শক, নাটোর।


Post a Comment (0)
Previous Post Next Post

হেলথ টিপস