মিনতি করছি শুনো । শাহেদ আহমদ

মিনতি করছি শুনো
শাহেদ আহমদ


স্কুল বালিকা ছিলে 
সেটাই থাক
কেন মিছেমিছি জটিল হচ্ছো?

সকালের শিশির ছিলে সেই ভালো
ছিলে পৌষের রাতে মমতার চাদর
তুমি পূর্ণিমার আকাশ ছিলে এবং
পতপত শব্দে ছুটে চলা উড়ন্ত ঘুড়ি
মিনতি করছি শুনো-
দুপুরের সূর্য হতে যেয়ো না।
খুব যদি পুড়াতে শখ জাগে 
তবে ঝলসানো চাঁদ হয়ে ঝলসে দাও।

ফাগুনের মলয় ছিলে সেই ভালো 
ছিলে শ্রাবণের নিশিভর বৃষ্টির ছন্দ
তুমি কার্তিকে ফসলের হাসি ছিলে
শেষ রাতে ডাকা মায়াবিনী ডাহুকের ডাক
মিনতি করছি শুনো-
বোশেখের প্রলয় হতে যেয়ো না।
খুব যদি শাসাতে ইচ্ছে হয়
তবে শিমুলের স্তূপে জ্যান্ত সমাধি দাও।

তোমার হাতে মেহেদীর রঙ
নীল গোলাপ আর 
সরু নিবের বলপেন 
বড্ড মানায়
স্কুল বালিকা ছিলে সেটাই ভালো
সেটাই থাক।

Post a Comment (0)
Previous Post Next Post

হেলথ টিপস