স্বাধীনতা
স্বাধীনতা এসেছে, এবার মুক্তির মেঘে,
চিরদিনের রহস্যে লুকিয়ে রয়েছে আলোর ক্ষুদ্র সূচনা।
স্বাধীনতা আমার মনের আকাশে পাখি,
সমুদ্রের গহন লাহরি মাঝে উড়ে যায় আনন্দের গীত।
স্বাধীনতা বলে, আমি সত্য,
সত্যের পথে আমি হাঁটি, মুক্তির দিকে যায়।
সমুদ্রের অমৃত জলে প্রবাহিত,
স্বাধীনতার সুরে গান আজ আমার মনে গুঞ্জিয়ে।