সুখ, মৌসুমী আখতার(কনক)

সুখ




ঘরে কোন শান্তি নেই, বউ এর ও ক্লান্তি নেই
এটা নেব সে'টা নেব নানান রকম চাওয়া,
মিটিয়ে চলি অল্প বলি এসব গল্প কথা
তাদের মুখের হাসি ছাড়া কি'বা আছে পাওয়া।

থাকছি শুধু ঘরে,বাইরে এখন অসুখ
সুখ যদি ও নাইবা থাকে থাকুক।
হিরে গয়না শখ হল তার আসছে বছর ঈদে
আমার খবর লাগেনা আর টান লাগেনা হৃদে।
দিয়ে দিলাম লক্ষ টাকা কি বা তা এমন!
বিনিময়ে সুখ জোটেনা আশা রাখি যেমন।
একদিন তো বেকার ছিলাম অপদার্থ ছেলে
পরিবারের বোঝা ছিলাম,কাজ কর্ম ফেলে।

খেতে গেলে বাবা যেন এমন চোখে তাকায়,
তার করুনার পাত্র আমি বাড়ছে খরচ খাতায়।
আমায় দিয়ে কোন কিছু আর হবেনা কা'রো
বিষ জোটেনা?অভাগা তুই!কত কথা আরো।

সুহাসিনী ছিল যে সে,একটু দিত সুখ,
দেখলে অভাব পালিয়ে যেত মিষ্টি একটা মুখ।
দিন যাপনের গ্লানি নিয়ে আধেক জীবন কালো
চৈত্র দিনে বৃষ্টি সে যে আঁধার ঘরের আলো।

মেলার দিনে অল্প দামি রেশমি চুরি পেলে
খুশিতে সে পালিয়ে যেত বকুল মালা ফেলে।
দুখের ঘরে ভর দুপুরে খারাপ খবর আরো
সুহাসিনীর বিয়ে দেবে আনতে যদি পারো।

আমায় এসে বলল সে যে তোমার কাছে রাখ
চাইনা কিছু গাছের তলায় থাকতে দিয়ে দেখ।
ফিরিয়ে দিলাম বুকের তলে করুন বিনা বাজে
কান্না ভেজা করুন চোখের পলক পড়ে না'যে।

আজকে যখন সব আছে মোর শুধু তুমি নেই
কত অল্পে সুখি ছিলে কিছুই নাইবা দেই।
বড় চাকরি বড় অফিস সবই- আজ আছে
শরৎ মেঘের দিনে- নেইকো তুমি কাছে।
উঠোন যদি আরেক টা হয় যেখানেতে রাখ
আকাশ কিন্তু একটা আজো তারি তলে থাক।
আলো করে আছ তুমি অন্য ঘরে,অন্য সবার সাথে
বুকের তলে গোপন ঘরে গোপন কোন রাতে,
পড়লে আমায় মনে তোমার ক্ষমা করে দিও
এক পৃথিবীর শুভেচ্ছা ও ভালবাসা নিও।





মৌসুমী  আখতার(কনক)
সহ:শিক্ষক  
মোমিনপুর সপ্রাবি 
নলডাঙ্গা,নাটোর


2 Comments

Post a Comment
Previous Post Next Post

হেলথ টিপস