কুয়াশায় একদিন

একদিন ঝলমলে রৌদ্র উত্তাপ দিতে থাকল পৃথিবীকেআর তুমি শীতের কূয়াশার মতন ফুরিয়ে গেলে।চেনা পথ ভূলে গেলে,আমি কাঁদলাম খুব আর শতঅভিমান জমিয়ে চলে গেলাম কোন এক দিগন্তের পথে।প্রেম নেই আমাদের বহূকাল- নেই কোন পিছুটান,মায়া,তবুও দিনশেষে অপেক্ষারা জেগে থাকে অপেক্ষা হয়ে,কত যে দিন গেল ঠিক মনে নেই,মহাকালের মতো অপেক্ষা ফুরোয় না!হঠাৎ একদিন কুয়াশারা ধুসর পান্ডুলিপির রং নিয়ে ফিরে এলোআবারো! দেখা হয়, কথা হয় আমাদের।যেন ঠিক সেই স্টার জলসার সিরিয়ালের মতো,শেষ হয়েও শেষ হয়না, পর্ব বাড়ে,গল্প বাড়ে,নতুন নতুন কিছু চরিত্র ঢুকে যায় নানাদিকে।এতদিন পরে ফের যদি ফিরে বা চাইলে!চেষ্টা করলাম অনেক সেই তোমাকেই শুধু ভালবাসতে!কিন্তু কই, হৃদয়ে তো অনেক দাগ।তোমার জায়গা দখল করে নিয়েছে কিছু ঘাসফুল,কিছু বুনোলতা,কিছু আগাছা,কিছু গোলাপ,কিছু ছন্দহীন কবিতা,রাস্তার পাশের ভিখারী,স্টেশন বাজারের সজবিওয়ালা,নিচাবাজারের ফুলওয়ালা,আমার কাজ,আমার দায়িত্ব !তোমার প্রিয় রংয়ের শাড়ীতে বড্ড রংহীন লাগে।তোমার সব প্রিয় গান আজ বেশুরো হয়,কোথাও তোমাকে খুঁজে পাইনা,তাই আমার মতোন তুমি ওভেবে নাও জীবন একটা স্টার জলসার সিরিয়াল!