বসন্ত এসে গেছে
মৌসুমী আখতার (কনক)

হিম কুহেলীর বিদায় শেষে ফাগুনেরা আসে
পলাশ রাগে রঙ মেখে ঠিক বসন্তরা হাঁসে ।
ঘাস ফুলেতে মধুর খোঁজে ভ্রমর টা এক বোকা,
পথের পাশে নাম না জানা ভেটি ফুলের থোকা ।
দুলতে থাকে, ফুলতে থাকে নিম ফুলেতে মধু,
ডালিম ফুলের পরাগ মাখে টুনটুনিটার বধু ।
সজনে ডালে ফুলে ফুলে সুবাস ফিরে পাওয়া,
বন জুঁইয়ের গন্ধে মাতাল উদাস দখিন হাওয়া।
লেবুর তলে পথের ধারে জারুল ফুলের বাহার,
আমের মুকুল গন্ধে আকুল রুপ ছড়ালো তাহার ।
শুকনো পাতা ঝড়ার দিনে মর্মরিয়া ওঠে ঐক্যতান।
কচি পাতা নতুন ডালে সবুজ পাতার গান।
এমন কোন বাসন্তিবেশ তোমায় লাগে বেশ,
কাজল ধোয়া চোখের জলে কষ্টরা হোক শেষ।