একাকিত্ব ,মৌসুমী আখতার (কনক)

 

                              একাকিত্ব 
                             মৌসুমী আখতার (কনক)



তোমায় যেদিন মুক্তি দিলাম একলা নিজের হাতে

সেই থেকে এই পথ- চলা মোর নিকষ কালো রাতে।

সবুজ লাউয়ের ডগার মতো নেতিয়ে পড়ি পাছে,

আজো,পথ বিপথে নিত‍্য- নতুন বাঁধন এসে যা'চে।


একলা কেন? এমন কথা হাজার জনের কথায় শুনি বারংবার,

একলা আমি তাই, তুমি ও কি একলা নও ?

তালগাছটা একলা জেগে দাঁড়িয়ে থাকে আকাশ ফুঁড়ে

সুধাও তারে একলা কেন?

সূর্যটা রোজ সকাল থেকে ঘুরে- ফিরে মাথার পরে।

                                     

সুধাও তারে একলা কেন? 

পূর্ণিমা চাঁদ জোছনা ছড়ায়  আকাশ করে আলো, 

ঘোরলাগা এক মুগ্ধ ছোঁয়া দূর করে দেয় কালো।

সুধাও তারে চাঁদ মামা গো একলা কেন?একলা 

কেন থাকো ?

একলা মানুষ দিনের শেষে চললো বটে গোরস্থানে

বলো তারে একলা কেন,একলা কেন যাও?সঙ্গে নেবে?

কেউ নেবেনা, পথের ধারে নাম না জানা ফুলের ডালা

একাই ফোটে- একাই ঝরে সাঙ্গ হলে খেলা।

একেলা রোজ রক্তক্ষরণ, প্রাণহীন  অক্ষয়,

এ যেন ঠিক একা থেকেও একা না থাকার অভিনয়।


মৌসুমী আখতার 
সহ:শিক্ষক  
মোমিনপুর সপ্রাবি 
নলডাঙ্গা,নাটোর।


Post a Comment (0)
Previous Post Next Post

হেলথ টিপস