জীবনান্দ দাসের প্রতি
জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার
তখন হঠাৎ যদি মোঠো পথে পাই তোমারে আবার।
বছর কুড়ি পরে এখনো তার সাথে দেখা হয়
ধানের ছড়ার পাশে, কার্তিকের মাসে।
সোনালী ডানার চিল উড়ে উড়ে কাঁদে মেঘের দুপুরে
ছাতার মতোন বড় পাতাটির নিচে বসে থাকে ভোরের দোয়েল পাখি,
ডিঙ্গা বায় রাঙা মেঘ, প্রিয় কবি!
তোমার সুরঞ্জনা এখনো ঐখানে যায়,
কথা বলে ঐ যুবকের সাথে!
নক্ষত্রের রুপালী আগুন ভরা রাতে কেউ ফিরে আসেনা।
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্র ও ঠিক একদিন মরে যায়,
পাখির নীড়ের মতো চোখ নিয়ে এখনো বনলতা সেন,
হাজার বছর পৃথিবীর পথ কেউ হাঁটেনা পৃথিবীর পথে
ক্লান্ত প্রাণ এক,সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন।
তুমি বলেছিলে-আবার আসিব ফিরে শঙ্খ চীল শালিকের বেসে,,
ফিরে আসোনি, কেউ ফিরে আসেনা।