কবিতা
এ বি সিদ্দিক
কবিতা নয়তো অন্তমিল আর
গদ্যে বাধা ছন্দ
কবিতা হলো জীবনচরিত
জীবনের মুখবন্ধ ।
কবিতায় আছে দুঃখ-বেদনা
কবিতায় আছে ব্যথা
শান্তি-সুখের ফল্গুধারা
কবিতারই শতকথা ।
কবিতায় আছে প্রতিবাদ
সাথে তেজোদ্দীপ্ত সংগ্রাম
বজ্রকণ্ঠে আওয়াজ তোলা
সেতো কবিতার আরেক নাম ।
কবিতা নামক জীবনবোধ যে
জননীর মাঝে রয়
সারাটি জীবন দ্যুতি ছড়িয়ে
নিজেকে করেছে ক্ষয় ।
শিক্ষাগুরুর জীবন যেন
কবিতা হতে শুরু
জীবনভর বিলিয়ে তারা
নিঃস্ব এক তরু ।
প্রেয়সীর কাছে লেখা কথাগুলো
এক জ্বলন্ত কবিতা
মান অভিমানে ভরা সে লেখা
শুধু ভালোবাসা দিয়ে গাঁথা ।
পথে-প্রান্তরে কৃষক শ্রমিক
কবিতা রচনা করে
প্রাপ্তির খাতা শূন্য তাদের
জনম জনম ধরে ।
শিল্পীর গানে কবিতা হাসে
সারা বিশ্ব জুড়ে
লেখক মোদের কবিতা রচে
পাতালপুরী ফুঁড়ে ।
গদ্যে বাধা ছন্দ
কবিতা হলো জীবনচরিত
জীবনের মুখবন্ধ ।
কবিতায় আছে দুঃখ-বেদনা
কবিতায় আছে ব্যথা
শান্তি-সুখের ফল্গুধারা
কবিতারই শতকথা ।
কবিতায় আছে প্রতিবাদ
সাথে তেজোদ্দীপ্ত সংগ্রাম
বজ্রকণ্ঠে আওয়াজ তোলা
সেতো কবিতার আরেক নাম ।
কবিতা নামক জীবনবোধ যে
জননীর মাঝে রয়
সারাটি জীবন দ্যুতি ছড়িয়ে
নিজেকে করেছে ক্ষয় ।
শিক্ষাগুরুর জীবন যেন
কবিতা হতে শুরু
জীবনভর বিলিয়ে তারা
নিঃস্ব এক তরু ।
প্রেয়সীর কাছে লেখা কথাগুলো
এক জ্বলন্ত কবিতা
মান অভিমানে ভরা সে লেখা
শুধু ভালোবাসা দিয়ে গাঁথা ।
পথে-প্রান্তরে কৃষক শ্রমিক
কবিতা রচনা করে
প্রাপ্তির খাতা শূন্য তাদের
জনম জনম ধরে ।
শিল্পীর গানে কবিতা হাসে
সারা বিশ্ব জুড়ে
লেখক মোদের কবিতা রচে
পাতালপুরী ফুঁড়ে ।