চৈতালি ফসল - কিরণ আকরামুল হক

চৈতালি ফসল




মৃত্যুর তারিখ নির্ধারিত হওয়ার পর
ভাবছি
সামনের দিনগুলো অসুখে কাটুক!

সান্ধ্যহুর সন্ধানী খনিজ শ্রমিক
রহস্য ভেদের পর খুঁড়ে-খুঁড়ে তুলে আনুক
প্রজাপতি'র চিবুক চুঁয়ে পড়া বসন্ত বিলাস

বিশ্বজয়ের নেশায় ছেদ ঘটুক অথবা সাময়িক বিচ্ছেদ
একদিন রঙধনুর রঙ তুলে গেঁথে দেবো বরণ মালা
ততদিনে ভুলচাষে ঘরে উঠুক চৈতালি ফসল


 নিয়মিত ছড়া, কবিতা ও গল্প পড়তে ভিজিট করুন www.bdeducation.net


Post a Comment (0)
Previous Post Next Post

হেলথ টিপস