বাজি - কিরণ আকরামুল হক


বাজি

 কিরণ আকরামুল হক



রাস্তা হেঁটে উঠে গেলো জুয়ার কোটে
তেরোবার তোপধ্বনি দিয়ে শুরু
বাজির ঘোড়া সনাতন দা'র ডাঙর বউ!

চিপসের প্যাকেট-ভর্তি দীর্ঘশ্বাস
ছেড়ে নিশ্চুপ পেয়ালায়

গ্লাসে সেজে আছে চোলাই মদ
পাশে বসা চেয়ারের ঘুম ভেঙে গেলে
জমে ওঠে জুয়ার কোট; ঢুলুঢুলু চোখ
আদিম নৃত্যে ব্যস্ত সনাতন দা, বউদি...


Post a Comment (0)
Previous Post Next Post

হেলথ টিপস