দূরত্ব গাথা। কবরী বিশ্বাস অপু

 

 

দূরত্ব গাথা

 

অস্তাচলগামী আর কোনো সন্ধ্যায় -

আমাদের ফেরার আর কোনো তাড়া নাই।

হেমন্তের এই হিমহিম দিনান্তে বসে তোমাকে লিখছি -“দূরত্ব গাথা”

আমাদের অভিমানী নৌকারা ক্রমশ যাচ্ছে সরে অজানায়।

 

অথচ, কথা ছিল এই কার্তিকের ভোরে

আমরা দুজন শিশির মাখবো দু’পায়ে,

অথবা, ফিনফিনে চাঁদর গায়ে জড়িয়ে

হালকা রোদ

আমরা মাখবো চোখে-মুখে-করতলে।

সকালের স্নিগ্ধ কফির চুমুকে

আমরা জড়াবো কুয়াশা রোদ প্রেম।

 

কিন্তু, অস্তাচলে চলে গেল আমাদের

না হয়ে ওঠা গল্পের তরীরা,

শুধু অন্ধকার বেলাভূমিতে দাঁড়িয়ে রইলাম-

তুমি-আমি আর, আমাদের না ফেরা দূরত্ব।

 

কবরী বিশ্বাস অপু
ভাস্কর ও ইন্সট্রাক্টর (চারু ও কারুকলা)
পিটিআই, খুলনা।
Kabari.biswas.ku@gmail.com
 

1 Comments

  1. বাহ। সুন্দর। সাবলীল 🥰

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post

হেলথ টিপস