সংশয়
এস এম শামসুল আলম
মাথা ঝিনঝিন
চোখ পিনপিন
মন বসেনা কাজে।
বুক দুরুদুরু
মন উড়ুউড়ু
করি কাজ আন্দাজে।
মনে সংশয়
কি
যেন কি হয়
ভুল করি কিনা পিছে।
সবাই আছে বসে
খুঁত ধরে শেষে
টেনে নামাবে সে নিচে।
নিন্দে যে করে
হাত নাহি ধরে
কোনো কাজে নাহি লাগে।
ভুলে যেও তারে
হিংসা যে করে
নিজ বলে বাড়ো আগে।
বুকে রেখো শক্তি
মনে রেখো বল
করতেই হবে কাজ
আজীবন কাল।