শিশুকে কিভাবে অনলাইন ক্লাসে মনোযোগী করবেন?

শিশুকে কিভাবে অনলাইন ক্লাসে মনোযোগী করবেন?

করোনা পরিস্থিতির কারনে বর্তমান সময়ে সকল বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখায় অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এই ক্ষতিকে কিছুটা কাটিয়ে ওঠার জন্য শিক্ষা মন্ত্রণালয় সংসদ টিভিতে “ঘরে বসে শিখি’ কর্যক্রম চালু রেখেছে। তাছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও তাদের শিক্ষার্থীদের পড়ালেখা চলমান রাখার জন্য বিভিন্ন ভাবে অনলাইনে ক্লাস চালিয়ে যাচ্ছে। তথাপি এই কার্যক্রম গুলো যথেষ্ট ফলপ্রসূ হচ্ছেনা। তার প্রধান কারণ অনলাইন ক্লাসে শিক্ষার্থী তথা শিশুদের মনোযোগের অভাব। তাই এই সমস্যটি কাটিয়ে, কিভাবে শিশুদের অনলাইন ক্লাসে মনোযোগী করা যায় সেই বিষয়ে কিছু টিপস অনুসরণ করা যেতে পারে।

  • শিশুর অনলাইন ক্লাসের সময় তার আশেপাশের অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে রাখুন। টিভি/মোবাইল/ল্যাপটপ (অনলইন ক্লাসে ব্যবহৃত), খাতা, কলম, বই বাদে অনান্য সামগ্রী দুরে রাখুন। 
    শিশুকে কিভাবে অনলাইন ক্লাসে মনোযোগী করবেন?
  • নির্দিষ্ট স্থানে বসে ক্লাস করতে বলুন। অযথা উঠে হাটাহাটি, নড়া-চড়া করতে নিষেধ করুন।
  • ক্লাসের সময় তাদের অন্যান্য সকল কাজের ঝামেলা থেকে মুক্তি ‍দিন।
  • হোমওয়ার্ক ঠিকমত করান নিজে উপস্থিত থেকে। অবশ্যই  এই কাজটি নিয়মিত করাবেন, তাহলে পরের ক্লাসে আগ্রহী হবে।
  • দৈনিক রুটিনে অনলাইন ক্লাসটি রাখুন। এবং সময়মত মনে করিয়ে দিন।
  • বাসাতে অনলাইন ক্লাসের জন্য প্রশংসা করুন।
  • অনলাইন ক্লাস ও হোমওয়ার্ক করলে পুরষ্কৃত করুন। খাওয়া/বেশি টিভি/ চকলেট/ কার্টুন/ খেলনা দিয়ে।
  • অনলাইন ও অফলাইন কাজগুলো মিক্স করুন।
শিশুকে কিভাবে অনলাইন ক্লাসে মনোযোগী করবেন?

একটি শিশু সম্পর্কে তার অভিভাবক  সবচেয়ে বেশি জ্ঞাত, তার ভালোলাগা খারাপলাগা সম্পর্কে। তার কারণ প্রত্যেকটি শিশু ইউনিক। তাদের প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তাই উপরক্ত বিষয়গুলো ছাড়াও একটি শিশুকে কিভাবে অনলাইন ক্লাসে মনোযোগী করা যায় তা তার অভিভাবক একটু চিন্তা করলেই পেয়ে যাবে। তবে সবচেয়ে বড় বিষয় শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে যেভাবেই হোক মনোযোগী করে তার পড়ালেখাটা চলমান রাখা। 



মাসুদ রানা
Masud Rana

স্বাধীনচেতা একজন মানুষ। পেশায় একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি ব্লগে লিখতে ভালোবাসে।

Post a Comment (0)
Previous Post Next Post

হেলথ টিপস