একাকী রাত। মোঃইমন হাসান। উপ পরিদর্শক, বাংলাদেশ পুলিশ ।

 ৷৷৷৷৷৷ একাকী রাত।।।।

 মোঃইমন হাসান

উপ পরিদর্শক, বাংলাদেশ পুলিশ 



ঘুম আসে না আজ যে আমার
 ঘুৃম আসে না এই রাতে
সিক্ত হৃদয়ে অবুঝ এ মন
শুধু তোমার ই কথা ভাবে।

কতো গান আর কবিতার কথা
গুন গুন করে মনে
স্বপ্ন মাখা চোখ দুটো তাই
সুখের জলে ভেজে।

আকাশের দিকে তাকিয়ে দেখি
তাঁরা মিট মিট করে
জানালার পাশে জোনাকির দল
আলোখেলায় যেন মেতে।

ঘড়ির কাটার ঠন ঠন আওয়াজ
কানে বিঁধে যায় যেন
তোমার ই নাম বার বার বলে
কাছে নেই তুমি কেন?

মশারা আজ গুন গুন করে
ডাকে যেন আজ আমায়
পারিনা কেন ভালো থাকতে
তোমার ভালোবাসা ছাড়াই।

গভীর রাতে নিরবতার মাঝে
খুজে ফিরি হই সারা
কোথায় পাবো তোমায় খুজে
কখন পাবো দেখা?

রাতের পরে সকাল হবে
দিনের পরে রাত
জানি না এভাবে কতোদিন তোমায়
খুজে ফিরে পাবো হঠাৎ।

ঘুম আসে না রাতে আামার
ঘুম আসে না কেন?
তুমিই আছো কাছে আমার
এই ভেবে যায় যেন।



বিডি এডুকেশনের সাথেই থাকুন।
Post a Comment (0)
Previous Post Next Post

হেলথ টিপস