অনাসিক্ত হৃদয়
আনন্দ কুমার শীল
হয়ত ভুলেই গেছ একত্রে কাটানো
সুমধুর স্বপ্নের সেই মুহুর্তগুলি।
সেই হাসি-কান্না, মান-অভিমান, কষ্ট-বেদনায়
মিলে মিশে একাকার হওয়া দিনগুলি।
যা আমার অদৃষ্ট হৃদয়ের গভীরতম সুরক্ষিত প্রকাষ্ঠের
গোপন সিন্ধুকের পরতে পরতে
ভালবাসায় সিক্ত কল্পনার রঙে
লেখা আছে, ছিল এবং অনন্তকাল ধরে থাকবে।
হয়ত ভুলেই গেছ
প্রথম সাক্ষাতেই তোমাকে বোকার মত বলেছিলাম-
তুমি সোজা নরকে যাবে।
সময় নিয়ে বিচক্ষণতার সাথে তুমি বললে- কেন?
আমি ইতঃস্তত হয়ে বলেছিলাম-
একটা মানুষের মনে হয়
এত সুন্দর হবার কোন প্রয়োজন নেই।
পুষ্পের শুদ্ধতা ও কমলতার সাথে
সৌন্দর্যয়ের মধুর সমন্বয়
ভোমরকে তো আকুল করবেই।
আর এটা এক ধরণের অন্যায়।
যার শাস্তি একমাত্র নরকবাস।
মধুর হাসিতে
আমার হৃদয় মাতাল করে
তুমি চলে গেলে;
হয়ত বুঝেই ছিলে
এগুলো বন্ধুর শেখানো
মুখস্থ বুলি ছাড়া আর কিছু নয়।
হয়ত ভুলেই গেছ
অতি ভালবাসা আর বন্ধুদের চাপে
তোমাকে বলেছিলাম-
কাল সারারাত ঘুমাওনি কেন?
তুমি অবাক হয়ে বলেছিলে-
না ঘুমিয়েছি তো!
আমি বরফ শীতল হয়ে
তোতা পাখির মত বলেছিলাম-
যদি ঘুমিয়েই থাক তবে
আমার স্বপ্নেছিলে কি করে!
আবার তোমার ভূবন ভোলানো হাসি
আমার ঘর্মাক্ত হৃদয়ে
মায়াবী শীতল পরশ বুলিয়ে গেল।
হয়ত ভুলেই গেছ
আমাকে বলেছিলে-
আয়নায় নিজের মুখ দেখতে।
আমার উপর দিয়ে হঠাৎ যেন বয়ে গেল
সিডর নামক কোন এক মহাপ্রলয়।
আমি ক্ষত-বিক্ষত, চূর্ণ-বিচূর্ণ;
তবু স্বাভাবিক হয়ে প্রজ্ঞাবানের মত বলেছিলাম-
এখনই দেখব কিন্তু আয়না তো নেই।
তুমি আমার নিঃশ্বাস দূরত্বে দাঁড়িয়ে
আমার চোখের দিকে তাকাও
আমি তোমার চোখে আমায় দেখবো।
তুমি মন্ত্র মুগ্ধের মত আমার দিকে চেয়ে থাকলে।
আবারও তোমার ছেলে ভোলানো হাসি
আমার হৃদয়ের প্রতিটি কোষকে বিমোহিত করল।
হয়ত ভুলেই গেছ
না তোমার জানার কথা নয়।
বন্ধুরা বলত তুমি নাকি
গভীর জলের মাছ;
বরশি দিয়ে খেলিয়ে খেলিয়ে ধরতে হবে।
হয়ত বিশ্বাস করবে না;
আমি তোমায় বরশি দিয়ে
খেলিয়ে খেলিয়ে ধরতে চাইনি।
তাইতো নৌকা থেকে নদীতে ঝাপ দিয়ে
ঘোলা জলে বিছিয়ে ছিলাম
হৃদয়ের মৃসন কমল ভালবাসার জাল
তোমার হৃদয়কে ধরতে নয়; পেতে।
হয়ত এগুলো তোমার মনে পড়ে না,
তোমার হৃদ স্পন্দন বাড়ায় না,
তোমার শরীরকে তরু লতার ন্যায় কাঁপায় না,
তোমাকে আনন্দ-বেদনাতে ভাসায় না,
তোমার স্বপ্নে হাতছানি দেয় না।
হয়ত তুমি জানোই না
এগুলো কারো হৃদয়ে আগ্নেয়গিরির মত
লাভা উদগিরণ করে জ্বালিয়ে পুড়িয়ে
নিঃশেষ করে দেয় তার বেঁচে থাকার স্বপ্ন;
হয়ত কাউকে পরিচালিত করে
বিধাতার বিরুদ্ধে দুঃসাহসিক মরণপন
অজেয় আত্মহুতিমূলক অভিযানে।
হয়ত ভুলেই গেছ।
নাকি তোমার মনে পড়ে না।
বিডি এডুকেশনের সাথেই থাকুন।