বাঙালি ভাইরাস


#কবিতা_১০

#বাঙালি_ভাইরাস

-- শফিকুল ইসলাম



হুজুগে গুজুবে মাথামোটা বাঙালি
পণ্যের বাজারে কী আগুন লাগালি!
বছরের চাল, ডাল, সাবান, তেল আর সোডা
বস্তা ভরে কিনেনিলি, দেখলি না, পেল না কেডা।
নিজের চিন্তা-ই করলি শুধু, ভাবলি নিজের ভালো
অন্যদের সব আঁধারে রেখে কিনলি নিয়ন আলো।

করোনা যদি তোকে না-করে করুণা
এত্তসব যোগাড়যন্ত্র ভেস্তে যাবে না?
ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার দরকারী সব পণ্য
দরকার তোমার-আমার সকলের জন্য।
এসব না-পাওয়ার দরুন যদি মরে জনতা,
কাঁদবে তবে বিশ্ববিবেক, বিশ্বমানবতা।

হারামখোর মজুতদার-ব্যবসায়ীরা পকেট করতে পূর্তি
পণ্যসব করছে মজুদ, গোডাউন করছে ভর্তি।
শুয়োরের মতো একজোট হয়ে মানুষকে দিচ্ছে কষ্ট
বিশ্বাস তাদের নেই আল্লায়, ইমান হবে নষ্ট।
বিশ্ব যখন কাঁপছে ডরে, করছে আল্লাহ্ আল্লাহ্
মুনাফাখোর জালিম তোদের মুনাফা বাড়াতে পাল্লা?

তোর সন্তান, তোর বউ, তোর আপনজন
করোনা ভাইরাস যদি করে আক্রমন?
বাঁচাতে তাদের পারবে না টাকা,
টাকার বিছানায় থাকিস শুয়ে বুক হবে ফাঁকা।
তোদের যে অবস্থা দেখে মনে হয়
যতটা না মানুষ মারা যাবে করোনায়,
তার চেয়ে ঢের মরবে মানুষ
তোদের মতো হায়েনার লালসায়।

অবস্থাদৃষ্টে আমার এটাই বিশ্বাস-
করোনার চেয়েও শক্তিশালী বাঙালি ভাইরাস।।
Post a Comment (0)
Previous Post Next Post

হেলথ টিপস