পেশাগত উন্নয়নে আমাদের করণীয়।




আমরা যারা শিক্ষা নিয়ে কাজ করি বা শিক্ষাকতা করি তাদের অবশ্যই প্রতিনিয়ত নতুন কিছু জানার বা শেখার আগ্রহ থাকতে হবে। এদানিং লক্ষ্য করা যায় যে, আমাদের অনেকেই তাদের পেশাটাকে শুধুমাত্র বেতন বা টাকা ইনকামের মাধ্যম হিসেবে নিয়েছেন। শুধুমাত্র অফিসের সময়টুকুই নয় , নিজেকে Developed করার মাধ্যমে নিজেদের উপর অর্পিত দায়িত্ব সুন্দরভাবে পালন করার ব্যাপারটাই আমাদের মাথায় থাকেনা। যেকারণে আমরা যে সক্ষমতা, মেধা , মনন, বুদ্ধি নিয়ে এই পেশায় আসি তার অনেকটাই বিলিন হয়ে যায়। আমরা অনেকেই আছি যারা শুধুমাত্র কারণ দেখিয়ে কাজ কে এড়িয়ে যায়, এটা একদমই ঠিক নয়। আবার অনেকেই আছেন যারা তাদের পেশাটাকে গুরুত্ব দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এটা নির্ভর করে শুধুমাত্র সদিচ্ছার উপর। আমি অনেক শিক্ষক, কর্মকর্তাকে দেখেছি যারা পেশাগত প্রশিক্ষণ পাবার জন্য অনেক পরিশ্রম করে থাকেন পক্ষান্তরে প্রশিক্ষণলব্ধ জ্ঞান প্রয়োগের ক্ষেত্রে অনেক বেশি অনিহা দেখা যায়। অন্য যেকোনো পেশার থেকে শিক্ষাকতা পেশা একটি সৃজনশীল পেশা । প্রতিদিন একই ডাইলগ বা কথাবার্তা বা একই ধরণের কাজ আমরা যেমন অপছন্দ করি তেমনি শিশুরাও অপছন্দ করে।  তাই শিক্ষকদের সব সময় সৃজনশীল হতে হয়। পেডাগজি নামক বিষয়টি নিয়ে নিজদেরকে যেমন ভাবতে হবে তেমনি তার প্রয়োগের মাধ্যমেও তার যথার্থতা বিচার করতে হবে। আসুন আমরা নিজেদের কাজকে নিজেরাই বিচার করি। গতদিনের থেকে আজকের কাজকে আরো ভালো করার চেষ্টা করি। প্রতিদিনের কাজ থেকে নতুন কিছু শেখার চেস্টা করি, তাহলেই আমরা আমাদের কর্মপরিবেশকে সুন্দর করতে পারব। 


এস এম শামসুল আলম
ইন্সট্রাক্টর (সাধারণ)
পিটিআই মেহেরপুর


Post a Comment (0)
Previous Post Next Post

হেলথ টিপস