শিক্ষা ক্ষেত্রে ৪র্থ শিল্প বিপ্লব।

 

প্রভাষ কুমার বিশ্বাস 

“ শিক্ষা ক্ষেত্রে ৪র্থ শিল্প বিপ্লব”

চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ হবে স্মার্ট । স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী , টেকসই ,জ্ঞানভিত্তিক , বুদ্ধিদীপ্ত এবং উদ্ভাবনী । প্রত্যেকটা কাজের মধ্যে থাকবে স্মার্টনেস। স্মার্ট বাংলাদেশ গড়ার স্তম্ভ চারটি। এগুলো হলো-স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট। 

আসলে  SMART কাকে বলব? যদি SMART শব্দটি ভেংগে লিখি তাহলে দাঁড়ায় S=Specific, M=Measurable, A=Achievable, R=Relevant/Realstic, and T=Time-Bound/Time frame। এই  বৈশিষ্ট বা গুণাবলী গুলো থাকলে তাকেই আমরা SMART বলি। বাংলাদেশ স্মার্ট হলে ৪র্থ শিল্প বিপ্লবের মাধ্যমে শিক্ষাও হবে স্মার্ট। শিক্ষাকে স্মার্ট করতে হলে শ্রেণিকক্ষ ও শিক্ষক হতে হবে স্মার্ট। ৪র্থ শিল্প বিপ্লবের মাধ্যমে শিখন শেখানো কার্যক্রম হবে পার্সোনালাইজড, অন্তর্ভূক্তিমূলক পরিবেশ ও জেন্ডার সংবেদনশীল। এই শিখন শেখানো কার্যক্রম শুধুমাত্র বিদ্যালয়ের চার দেয়ালে সীমাবদ্ধ থাকবে না। শিখন শেখানো কৌশল হবে বাস্তব ও সামাজিক সমস্যাভিত্তিক এবং অনুসন্ধানমূলক যেখানে বিদ্যালয় হবে সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু ।  ৪র্থ শিল্প বিপ্লবের মাধ্যমে শ্রেণি কার্যক্রম হবে গেমিফাইড এবং টেকনোলজি ড্রাইভেন ব্লেন্ডেড কনটেন্ট এবং গেমিফাইড LMS (Learning Management System) সমৃদ্ধ। AR (Augmented Reality)  সমৃদ্ধ কনটেন্ট , VR (Virtual Reality)  সমৃদ্ধ কনটেন্ট কর্তৃক শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে। ৪র্থ শিল্প বিপ্লবের মাধ্যমে মূল্যায়ন ক্ষেত্রে গেমিফাইড এবং টেকনোলজি ড্রাইভেন ব্লেন্ডেড ধারাবাহিক ও সামষ্টিক মুল্যায়ন ব্যবস্থা যেখানে স্বমূল্যায়ন, পার্সনালাইজড এবং রিয়েল টাইম মূল্যায়ন, ROL (Recognition of Outside Learning) ইত্যাদি বিবেচনা করা হবে।

অতএব ৪র্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে শিক্ষকদের হতে হবে স্মার্ট। স্মার্ট শিক্ষক হতে হলে তথ্য প্রযুক্তি নির্ভরশীল শিক্ষক হতে হবে । তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষক হতে হলে পাঠদান কৌশল ও শিখন শেখানো কার্যক্রমে দক্ষ এবং তথ্য প্রযুক্তি ব্যবহারে সক্ষম শিক্ষক হিসেবে শিক্ষকদের নিজেদের আত্মপ্রত্যয় ব্যক্ত করতে হবে। তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ নিব সারাদিন , স্মার্ট শিক্ষক হব প্রতিদিন । তাহলে শিখন শেখানো প্রক্রিয়ার উন্নয়ন তথা শিক্ষার গুনগত মান নিশ্চিত হবে। এভাবে স্মার্ট শিক্ষক তৈরি করতে পারলে ২০৪১ সালে স্মার্ট জাতি গঠন তথা স্মার্ট বাংলাদেশ তৈরি হবে।

প্রভাষ কুমার বিশ্বাস 
ইন্সট্রাক্টর কম্পিউটার সায়েন্স
পিটিআই, বাগেরহাট


Post a Comment (0)
Previous Post Next Post

হেলথ টিপস