মশা ছানা
এ বি সিদ্দিক
হটাৎ করে মশা ছানা
বসলো আমার গায়,
সেখান থেকে উড়ে গিয়ে
কামড় দিলো পায় ।
যখন আমি দু'হাত দিয়ে
মারতে গেলাম তারে
কোথায় যেন হারিয়ে গেল
আমায় ধোঁকা মেরে ।
একটু পরে টের পেলাম যে
মশা আমার পিছে
ঘাড় ঘুরিয়ে হাত দু'খানা
নিলাম যে তার কাছে ।
মশা এবার কেমন করে
সামনে এলো চলে
চুপটি মেরে বসে আছি
মারবো তাকে বলে ।
খানিকবাদে আরাম করে
বসছে মশা হাতে
কামড় দিলেই পিষে দেব
অন্য হাতের সাথে ।
কুটুস করে কামড় দিয়েই
মশা দিলো উড়াল
রাগে আমি ফুসছি যখন
মশা তখন আড়াল ।
একটু পরে আবার মশা
কানের কাছে এসে
গুনগুনিয়ে গান শুনিয়ে
কানের ওপর বসে ।
এবার আমি প্রতিজ্ঞা নিয়ে
দিলাম জোরে চড়
মশার দেখা না পেলেও মোর
কানটাই নড়বড় ।
বসলো আমার গায়,
সেখান থেকে উড়ে গিয়ে
কামড় দিলো পায় ।
যখন আমি দু'হাত দিয়ে
মারতে গেলাম তারে
কোথায় যেন হারিয়ে গেল
আমায় ধোঁকা মেরে ।
একটু পরে টের পেলাম যে
মশা আমার পিছে
ঘাড় ঘুরিয়ে হাত দু'খানা
নিলাম যে তার কাছে ।
মশা এবার কেমন করে
সামনে এলো চলে
চুপটি মেরে বসে আছি
মারবো তাকে বলে ।
খানিকবাদে আরাম করে
বসছে মশা হাতে
কামড় দিলেই পিষে দেব
অন্য হাতের সাথে ।
কুটুস করে কামড় দিয়েই
মশা দিলো উড়াল
রাগে আমি ফুসছি যখন
মশা তখন আড়াল ।
একটু পরে আবার মশা
কানের কাছে এসে
গুনগুনিয়ে গান শুনিয়ে
কানের ওপর বসে ।
এবার আমি প্রতিজ্ঞা নিয়ে
দিলাম জোরে চড়
মশার দেখা না পেলেও মোর
কানটাই নড়বড় ।