ঈশ্বর
কিরণ আকরামুল হক
হাঁটু মুড়ে পায়ের কাছে বসে আছে
সন্ধ্যা, আবাহনী মাঠ, সবুজ ঘাস
সন্ধ্যা, আবাহনী মাঠ, সবুজ ঘাস
হর্ণ বাজিয়ে ছুটে এলো ফায়ার ব্রিগেড
দশতলার জানালা ভেঙে ঈশ্বর লাফ দেয়
পোড়া-ডিম মুখে দিয়ে একদল বুনো-শুয়োর
আকাশের দিকে চেয়ে ভ্রু কুঁচকায় আর—
দশতলার জানালা ভেঙে ঈশ্বর লাফ দেয়
পোড়া-ডিম মুখে দিয়ে একদল বুনো-শুয়োর
আকাশের দিকে চেয়ে ভ্রু কুঁচকায় আর—
আমি করজোড়ে মিনতি করি—
ঈশ্বর, আপনি আরও কিছুদিন বেঁচে থাকুন
ঈশ্বর, আপনি আরও কিছুদিন বেঁচে থাকুন
এমন সব কবিতা , গল্প পেতে নিয়মিত ভিজিট করুন বিডি এডুকেশন ডট নেট।