No title

আর নয় বানান-বিভ্রাট,
শিখে নিন বানান-ঝটপট! 


#আজকের বানান: ‘না’ বনাম ‘নি’। 


ফেসবুকে প্রতিদিনই বেশ কিছু লেখা চোখে পড়ে যেখানে শব্দের শেষে ‘না’ অব্যয়টি একসাথে লেখা হয়।
 আবার বেশ কিছু লেখা চোখে পড়ে যেখানে শব্দের শেষে ‘নি’ অব্যয়টি আলাদা লেখা হয়।
কিন্তু হবে আসলে বিপরীত; অর্থাৎ ‘না’ লিখতে হবে আলাদা (স্পেস দিয়ে), আর ‘নি’ লিখতে হবে একসাথে।

উদাহরণ দেখুন:
১. অরণি আজ রাতে ঘুমাবে না;
২. আবির গতকাল রাতে ঘুমায়নি।
৩. রাতুল কি স্কুলে যাবে না?
৪. রানু স্কুলে যায়নি।

সুতরাং খুব সহজে মনে রাখুন শব্দের শেষে ‘না’ আলাদা কিন্তু ‘নি’ একসাথে লিখতে হবে।

এতক্ষণ বললাম শব্দের শেষে ‘না’ ও ‘নি’ কীভাবে লিখতে হবে। তাহলে শব্দের শুরুতে এ দুয়ের ব্যবহারটাও আসুন ঝটপট শিখে নিই।

প্রথম কথা হলো- শব্দের শুরুতে ‘না’ আলাদা এবং একসাথে দুভাবেই লেখা যায়। তবে সেটা নির্ভর করবে ‘না’ আমরা কী অর্থে ব্যবহার করছি তার উপর।
‘না’ যদি না-বাচক অব্যয় হয় তবে শব্দের শেষের ‘না’ এর মতোই তা আলাদা লিখতে হবে।
কিন্তু ‘না’ যদি উপসর্গ হয় তবে তা একসাথে লিখতে হবে; কারণ উপসর্গ সবসময় শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে।

উদাহরণ দেখুন:
১. না বুঝে কথা বলা বাচালদের স্বভাব।
২. না, আমি খাব না।
৩. নাবালকের মতো কথা বলবে না।
৪. নারাজ হলে তোমারই ক্ষতি।

সুতরাং ‘না’ কেবল উপসর্গ হলেই শব্দের সাথে যুক্ত করে লিখতে হবে। আর ‘নি’ অব্যয় হোক বা উপসর্গ হোক তা সবসময়ই একসাথে বসবে।

আশা করি, যাঁরা লেখাটি একবার মন দিয়ে পড়বেন তাঁরা একটু সচেতন হলেই আর কখনও শব্দের শেষে ‘না’ একসাথে এবং ‘নি’ আলাদা লিখবেন না।

#কুইজ: অব্যয় বা উপসর্গ বাদেও ‘না’ শব্দের আরেকটি ব্যবহার আছে; কেউ কি সেটা বলতে পারবেন? 


আব্দুল্লাহ আল নোমান
কর-পরিদর্শক
নাটোর
Post a Comment (0)
Previous Post Next Post

হেলথ টিপস