বানান-ঝটপট:
০২
আর নয় বানান-বিভ্রাট,
এসে গেল বানান-ঝটপট!
এসে গেল বানান-ঝটপট!
#আজকের_বানান:
‘স্ত’ বনাম ‘-স্থ’।
মুখস্ত
না কি মুখস্থ? বিপদগ্রস্ত না কি বিপদগ্রস্থ? ‘স্ত’ এবং ‘-স্থ’ এর মধ্যে কোনটি হবে
তা নিয়ে আমাদের অনেকেরই পরিষ্কার ধারণা নেই। আসুন আজ এই সমস্যার ঝটপট
সমাধান করে নিই।
তা নিয়ে আমাদের অনেকেরই পরিষ্কার ধারণা নেই। আসুন আজ এই সমস্যার ঝটপট
সমাধান করে নিই।
যে
সকল শব্দের সাথে ‘স্ত’ থাকবে সেগুলো চেনার উপায় হলো আপনি ‘স্ত’ বাদ
দিয়ে শব্দটি কী দাঁড়ায় সেটি দেখুন। যদি শব্দটির কোনো অর্থ না থাকে তবে বুঝবেন
শব্দটির সাথে ‘স্ত’ বসবে। অন্যদিকে যদি শব্দটি অর্থপূর্ণ হয় তবে শব্দটির সাথে
চোখ বুজে ‘-স্থ’ বসিয়ে দিন। খুব সহজ; তাই না!
দিয়ে শব্দটি কী দাঁড়ায় সেটি দেখুন। যদি শব্দটির কোনো অর্থ না থাকে তবে বুঝবেন
শব্দটির সাথে ‘স্ত’ বসবে। অন্যদিকে যদি শব্দটি অর্থপূর্ণ হয় তবে শব্দটির সাথে
চোখ বুজে ‘-স্থ’ বসিয়ে দিন। খুব সহজ; তাই না!
‘মুখস্ত’
শব্দটি থেকে ‘স্ত’ বাদ দিলে থাকে ‘মুখ’। যেহেতু ‘মুখ’ শব্দটি অর্থপূর্ণ সেহেতু
এর সাথে হবে ‘-স্থ’ অর্থাৎ শব্দটি হবে ‘মুখস্থ’। আবার ‘বিপদগ্রস্ত’ শব্দটির থেকে
‘স্ত’বাদ দিলে ‘বিপদগ্র’ থাকে; যার কোনো অর্থ নেই। তাই এখানে ‘-স্থ’ দেয়া যাবে
না; দিতে হবে ‘স্ত’।
এর সাথে হবে ‘-স্থ’ অর্থাৎ শব্দটি হবে ‘মুখস্থ’। আবার ‘বিপদগ্রস্ত’ শব্দটির থেকে
‘স্ত’বাদ দিলে ‘বিপদগ্র’ থাকে; যার কোনো অর্থ নেই। তাই এখানে ‘-স্থ’ দেয়া যাবে
না; দিতে হবে ‘স্ত’।
যদি
আরেকটু ব্যাখ্যা করি তাহলে বিষয়টি সম্পর্কে আপনাদের ধারণা আরও পরিষ্কার
হবে। আপনারা যাঁরা একটু মনোযোগ দিয়ে লেখাটা পড়েছেন তাঁরা হয়ত খেয়াল করেছেন
যে,আমি ‘স্থ’ এর আগে একটা হাইফেন (-) দিয়েছি। এর কারণ হলো ‘-স্থ’ একটি সংস্কৃত
শব্দ বা কৃদন্ত শব্দ যা বিশেষণ হিসেবে সবসময় আরেকটি শব্দের শেষে যুক্ত হয়।
‘-স্থ’ অর্থ হলো অন্তর্গত, বর্তমান, বিদ্যমান, অবস্থিত ইত্যাদি। এই বিষয়টি বুঝলে
কখনও আর‘-স্থ’ এবং ‘স্ত’ নিয়ে সমস্যায় পড়তে হবে না।
হবে। আপনারা যাঁরা একটু মনোযোগ দিয়ে লেখাটা পড়েছেন তাঁরা হয়ত খেয়াল করেছেন
যে,আমি ‘স্থ’ এর আগে একটা হাইফেন (-) দিয়েছি। এর কারণ হলো ‘-স্থ’ একটি সংস্কৃত
শব্দ বা কৃদন্ত শব্দ যা বিশেষণ হিসেবে সবসময় আরেকটি শব্দের শেষে যুক্ত হয়।
‘-স্থ’ অর্থ হলো অন্তর্গত, বর্তমান, বিদ্যমান, অবস্থিত ইত্যাদি। এই বিষয়টি বুঝলে
কখনও আর‘-স্থ’ এবং ‘স্ত’ নিয়ে সমস্যায় পড়তে হবে না।
আশা
করি, সবাই বুঝতে পেরেছেন।
যাঁরা
লেখাটি ধৈর্য নিয়ে মনোযোগের সাথে পড়েছেন তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ।
বরাবরের
মতোই যেকোনও প্রশ্ন বা জিজ্ঞাসাকে স্বাগত জানাই।
কর-পরিদর্শক
নাটোর।
Effective
ReplyDelete