আপনার শিশুর বয়স কি ৬-১১ বছর ?? (প্যারেন্টিং)

আপনার শিশুর বয়স কি ৬-১১ বছর ?? 


শিশু নিয়ে অভিভাবকদের উদ্বিগ্নতার যেন কোন শেষ নেই। তাই আজ এই লেখা। আপনার শিশুর বয়স যদি ৬ বছর থেকে ১১ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনাকে বেশ কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। যেমনঃ
  • আপনার শিশুর সাথে কথা বলার সময় শুদ্ধভাবে কথা বলুন। মনে রাখবেন শিশুরা অনুকরণপ্রিয় এবং তারা নিয়মিত শিখছে।
  • আপনার শত ব্যস্ততার মাঝেও শিশুকে সময় দেবার জন্য সময় বের করুন। 
  •  শিশুকে বোঝান সে আপনার কাছে গুরুত্বপূর্ণ।
  • শিশুকে এলোমেলো প্রশ্ন করবেন না।
  • শিশুর যেকোন প্রশ্নে বিরক্ত না হয়ে হাসিমুখে উত্তর দিন।
  • পরিবারের রীতিনীতি বুঝিয়ে দিন ও বুঝে উঠতে সময় দিন।
  • শিশু কোন ভুল করলে তা বুঝিয়ে বলুন।
  • শিশুর সামনে উত্তেজিত হবেন না।
  • শিশুর সামনে পারিবারিক ঝগড়া- বিবাদ এড়িয়ে চলুন। 
  • শিশুর সাথে তর্ক করবেন না। 
  • শিশুর কথা শেষ না হওয়া পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন।কথার মাঝে থামিয়ে দিবেন না।
  • শিশুকে যেকোন বিষয়ে বলতে উৎসাহিত করুন। একই সাথে কথা শোনার অভ্যাস গড়ে তুলুন। 
Post a Comment (0)
Previous Post Next Post

হেলথ টিপস