বানান-ঝটপট: পর্ব-০১
#আজকের_বানান: ‘পরা’ বনাম ‘পড়া’।
‘পরা’ বনাম ‘পড়া’ এই সমস্যার সমাধান আসলেই ঝটপট করা সম্ভব। আমার ফেসবুক বন্ধুদেরকে প্রায়ই এই দুটি শব্দের ব্যবহারে ভুল করতে দেখি; তাদের জন্যই আজকের বানান-ঝটপট।
‘পরা’ ও ‘পড়া’ শব্দদুটির মধ্যে একাধিক অর্থ এবং ব্যবহারে বৈচিত্র্য রয়েছে ‘পড়া’ শব্দটির। ‘পরা’ শব্দটিরও একাধিক অর্থ রয়েছে; তবে ব্যবহার বিবেচনায় শব্দটি কেবল একটি অর্থেই বহুল ব্যবহৃত হয়। আর সেটি হলো ‘পরিধান করা’ বা ‘দেহে ধারণ করা’ অর্থে। উদাহরণ দেখুন- পোশাক পরা, জুতা পরা, গহনা পরা, চুলে ক্লিপ পরা, মালা পরা, চশমা পরা, টিপ পরা ইত্যাদি। এই ‘পরা’ থেকেই হবে পরে (মেয়েটা সবসময় নীল জামা পরে), পরো (সাদা শার্টটা পরো), পরেছে (নাকফুল পরেছে), পরেছিল (চশমা পরেছিল), পরবে (কালো সু পরবে), পরানো (ওকে জামা পরানো সম্ভব নয়), পরিয়ে (কপালে টিপ পরিয়ে দাও) ইত্যাদি।
‘পরা’ শব্দটির উপরিউক্ত অর্থ আর ব্যবহার জানলেই আর ভুল করে ‘পড়া’ লেখার কথা নয়। কারণ ‘পরিধান করা’ বা ‘দেহে ধারণ করা’ অর্থের বাইরে আর সকল ক্ষেত্রেই চোখ বুজে ‘পড়া’ শব্দটা ব্যবহৃত হবে।
এখন আসুন ‘পড়া’ শব্দটির অর্থ ও ব্যবহার-বৈচিত্র্য সম্পর্কে জেনে নিই। ‘পড়া’ শব্দের বহুল ব্যবহৃত অর্থ হলো পাঠ করা। উদাহরণ দেখুন- বই পড়া, কবিতা পড়া, মন্ত্র পড়া, কলেমা পড়া ইত্যাদি।
‘পড়া’ শব্দের আরও কিছু অর্থ লক্ষ করুন। পতিত হওয়া (গাছ থেকে পড়া), স্মরণ হওয়া (তাহারেই মনে পড়ে), আবদ্ধ হওয়া (জালে মাছ পড়া), শরীর এলিয়ে দেওয়া (শুয়ে বা বসে পড়া), ধরা লাগা (মরিচা পড়া, পোকা পড়া), বিবাহিতা হওয়া (মেয়েটি ভালো ঘরে পড়েছে), আক্রমণ করা (ডাকাত পড়া), আক্রান্ত হওয়া (অসুখে পড়া), আরম্ভ হওয়া (শীত বা গরম পড়া), ঝরা (রক্ত পড়া), আছাড় খাওয়া (পা পিছলে পড়া)।
কী ভাবছেন এখানেই শেষ; না, আরও অনেক আছে। আসুন সেগুলোর কিছু উদাহরণ দেখে নিই।
পথে দোতলা বাড়ি পড়বে; বাজার পড়ে গেছে; শক্ত লোকের পাল্লায় পড়বে; নদী সাগরে পড়েছে; বিনয়ে গলে পড়ো না; মাথায় টাক পড়েছে; বাড়িটি খালি পড়ে আছে; তার রাগ পড়েছে; বেলা পড়ে এসেছে; পড়ে পড়ে কিল খাওয়া; অনেক টাকা বাকি পড়েছে; দাঁত বা চুল পড়ে গেছে। এ রকম বহু উদাহরণ আছে।
#কুইজ: ‘কাজল’ শব্দটির সাথে কোন শব্দটির ব্যবহার হবে? ‘পরা’ না কি ‘পড়া’?
আব্দুল্লাহ আল নোমান
কর-পরিদর্শক
নাটোর।
যদি কাজল আমরা একজন মানুষের নাম হিসেবে দেখি তাহলে সেখানে পড়া হবে,যেমন - কাজল পড়ছে, বা কাজল বইটি পড়েছে।তবে যদি কাজল চোখ সাজানোর উপকরণ হিসেবে চিন্তা করি তাহলে পরে হবে। যেমন- সে চোখে কাজল পরেছে। তার কাজল পরা চোখগুলা খুব সুন্দর লাগছে।
ReplyDeleteবুদ্ধিদীপ্ত উত্তর।
Deleteকাজলদানিতে কিন্তু কাজল পড়ানো হয়।