বানান-ঝটপট: ০৩
আর নয় বানান-বিভ্রাট,
এসে গেল বানান-ঝটপট!
পুরস্কার(✔️) না কি পুরষ্কার?
পরিস্কার না কি পরিষ্কার(✔️)?
এ ধরনের শব্দের বানানে ‘স’ না কি ‘ষ’ হবে তা নিয়ে আমাদের অনেকের মধ্যেই লেখার সময় সংশয় কাজ করে।
আসুন এই সংশয় কাটিয়ে ফেলি আজকের বানান-ঝটপটের মাধ্যমে।
আমি খুব সহজ একটা কৌশল বলছি; একটু মন দিয়ে পড়ে কৌশলটি আত্মস্থ করলেই আর উল্লিখিত সমস্যায় কখনোই পড়তে হবে না।
#কৌশল: আমাদের আলোচ্য যুক্তবর্ণের আগের বর্ণটির সাথের স্বরবর্ণ বা তার কারচিহ্নটি লক্ষ করুন। যদি অ থাকে বা আ-কার(া) থাকে তাহলে যুক্তবর্ণটি হবে স+ক=স্ক।
আর যদি ই ও উ-কার থাকে তাহলে যুক্তবর্ণটি হবে ষ+ক=ষ্ক।
#উদাহরণ: ‘পুরস্কার’ শব্দে ‘স্ক’ হয়েছে কারণ এর আগের বর্ণের সাথে অ (পুর) আছে। অন্যদিকে ‘পরিষ্কার’ শব্দে ‘ষ্ক’ হয়েছে কারণ এর আগের বর্ণের সাথে ই-কার (পরি) আছে।
খুব সহজ; তাই না?
আরও উদাহরণ দেখুন-
ভাস্কর, তস্কর, তিরস্কার, নমস্কার, তেজস্কর, বয়স্ক, মিথস্ক্রিয়া, তেজস্ক্রিয় ইত্যাদি।
কিন্তু-
আবিষ্কার, বহিষ্কার, আয়ুষ্কাল, চতুষ্কোণ, জ্যোতিষ্ক, মস্তিষ্ক, নিষ্কাশন ইত্যাদি।
#কুইজ: আচ্ছা বলুন তো ‘ইস্কাপন’ শব্দে ‘স্ক’ হলো কেন? 🏅
আব্দুল্লাহ আল নোমান
কর-পরিদর্শক
নাটোর।